লাব্বাইক অ্যাপ, হজযাত্রার ডিজিটাল সঙ্গী
টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ

- Update Time : ১১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ৪৮ Time View
হজ চলাকালীন প্রতিদিন সুবিধাজনক সময়ে দেশের সব সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল/নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিওটি (সংযুক্ত) একাধিকবার প্রচারের জন্য অনুরোধ করেছে সরকার৷
রোববার (১১ মে) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ও ডিউটি অফিসার সংবাদকক্ষ (বিকালের পালা) মু. সুমন মন মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও নিউজ পোর্টালসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিওটি (সংযুক্ত) হজ চলাকালীন প্রতিদিন সুবিধাজনক সময়ে একাধিকবার প্রচারের জন্য অনুরোধ করা হলো।
এদিকে তথ্য অধিদপ্তরের নিউজ রুমে সকাল ও বিকালের শিফটে যারা ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা হজ অ্যাপ ‘লাব্বাইক’ প্রচারের বিষয়ে টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলবেন। কে কার সঙ্গে কত নাম্বারে ফোনে কথা বলেছেন, তা লিপিবদ্ধ করে রাখবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত অফিসারদের ক্ষেত্রেও তা সমভাবে প্রযোজ্য হবে জানানো হয়েছে৷
লাব্বাইক অ্যাপ হজযাত্রীদের নিরবচ্ছিন্ন সহায়ক
লাব্বাইক অ্যাপ সম্পর্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কর্মকর্তা জানান, ‘লাব্বাইক’ অ্যাপটি হজযাত্রীদের জন্য একটি সর্বাঙ্গীন ডিজিটাল মাধ্যম, যা তাঁদের হজ পালনকে সহজ, নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করেছে। হজযাত্রীর ফ্লাইট তথ্য, আবাসন, স্বাস্থ্যসেবা, লোকেশন ট্র্যাকিং, ধর্মীয় সহায়িকা এবং জরুরি সহায়তার মতো সব প্রয়োজনীয় সেবা একত্র করেছে। হজযাত্রীরা বিপদে পড়লে বা হারিয়ে গেলে এসওএস বাটনের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাবেন। ফ্লাইট কোড, বোর্ডিং সময় এবং লাগেজের ওজন সীমার বিস্তারিত তথ্য পাবেন। গুগল ম্যাপের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ ট্র্যাকিং, মিনা-আরাফার তাঁবুর অবস্থান নির্ণয় করতে পারবেন। হোটেলের নাম, ঠিকানা, চেক-ইন ও চেক-আউট তারিখসহ বিস্তারিত তথ্য থাকবে এই অ্যাপে। ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, মেডিকেল সেন্টার তথ্য, এবং জরুরি স্বাস্থ্য সহায়তা, কোরআন, হাদিস, কিবলা নির্দেশনা, ডিজিটাল তসবি, এবং হজ-ওমরাহে নির্দেশনা রয়েছে । হজ প্রিপেইড কার্ড ও কোরবানি কুপন, নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। ঐতিহাসিক স্থানের বিবরণ, মক্কা-মদিনার জিয়ারত স্থানের তথ্য, গ্রুপ যোগাযোগ ও হজ এজেন্সি তথ্য রয়েছে।
‘লাব্বাইক’ অ্যাপ হজযাত্রীদের জন্য এক উদ্যোগ, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামি আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছে। এই অ্যাপ হজযাত্রীদের নিরাপদ, সুন্দর এবং স্মরণীয় হজ পালনে সহায়তা করছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ হজযাত্রী এই অ্যাপের মাধ্যমে তাঁদের যাত্রাকে আরও সুবিন্যস্ত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে পারবেন।
কীভাবে ডাউনলোড ও রেজিস্ট্রেশন করবেন
হজের সরকারি ওয়েব সাইটে পাওয়া যাবে লাব্বাইক অ্যাপ। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘লাব্বাইক’ অ্যাপ ডাউনলোড করুন। মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (পিআইডি), এবং জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। ওটিপি যাচাইয়ের পর চার সংখ্যার পিন সেট করুন। পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের যুক্ত করা যায়।