এবার পিএসএলই স্থগিত করেছে পিসিবি

- Update Time : ১০:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ১০ Time View
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন আঘাত হানলে গতকালের ম্যাচ স্থগিত করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ।
পরে নিরাপত্তার শঙ্কায় পিএসএল পাকিস্তান থেকেই সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে একদিন পার না হতেই সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। আজ পিএসএলের বাকি অংশই স্থগিত করে দিয়েছে পিসিবি।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন আঘাত হানলে গতকালের ম্যাচ স্থগিত করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কর্তৃপক্ষ। পরে নিরাপত্তার শঙ্কায় পিএসএল পাকিস্তান থেকেই সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে একদিন পার না হতেই সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। আজ পিএসএলের বাকি অংশই স্থগিত করে দিয়েছে পিসিবি।
পাকিস্তানের প্রধামন্ত্রীর পরামর্শেই পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সাহসী সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়াতে হবে। সঙ্গে পিসিবি এবং খেলোয়াড়রা শহীদের পরিবার এবং জাতীয় প্রতিরক্ষায় নিয়োজিত আমাদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে দূঢ়ভাবে সংহতি প্রকাশ করবেন।
ক্রিকেট এক ঐক্যবদ্ধ শক্তি এবং আনন্দের উৎস হলে দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের বিরতি নেওয়া উচিত বলেও বিবৃতিতে জানানো হয়।
সঙ্গে বিদেশি খেলোয়াড়দের মানসিক সুস্থতা, তাদের অনুভ‚তির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর কথাও জানানো হয়েছে।