কুবিতে ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১০-ই মে

- Update Time : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৮৪ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১০ মে।
সোমবার (৫ মে) আয়োজক দলের প্রতিনিধি সুমাইয়া কবির বিষয়টি নিশ্চিত করেন।অনুষ্ঠানটি আয়োজিত হবে কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ।
আয়োজক কমিটি জানান,প্রতিযোগিতায় শুরুতে ২৪৮টি দল নিবন্ধন করে। পরবর্তীতে দুটি ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ছয়টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত দলগুলোর মধ্যে চারটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), একটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং একটি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে অংশ নিচ্ছে।
চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করবেন সামান-এর চিফ অপারেটিং অফিসার আজম খান, মনো সিরামিকের হেড অব মার্কেটিং ফায়েজ আহমেদ, প্রিয়শপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান এবং ডিভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান।
এছাড়াও, গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন সুলতান টেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সুলতান।
আয়োজক দলের প্রধান সুমাইয়া কবির বলেন, ” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এর আগে জাতীয় পর্যায়ে কোনো বিজনেস কেস কম্পিটিশনের আয়োজন হয়নি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এমন আয়োজনের অভাব অনুভব করেই ‘বিজভেঞ্চার’-এর পরিকল্পনা করা হয়। আমাদের ইচ্ছা, এটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের একটি সুপরিচিত ফ্ল্যাগশিপ কেস কম্পিটিশন হিসেবে প্রতিষ্ঠিত হোক। যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা অর্জনের সুযোগ পায়।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো এমন একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করছি।”
বিজভেঞ্চার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে অনার। সহযোগী পার্টনার হিসেবে রয়েছে টাডা, ব্রোঞ্জ পার্টনার মনো সিরামিক এবং ই-লার্নিং পার্টনার ১০ মিনিট স্কুল। প্রচার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে গ্রুফা এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে আইস বিজনেস টাইমস। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং চ্যানেল ২৪। এক্সক্লুসিভ ফটোগ্রাফি পার্টনার হিসেবে রয়েছে চেকমেট।
প্রতিযোগিতার শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য।
উল্লেখ্য, চূড়ান্ত পর্বে টপ ৩ বিজয়ী দলের জন্য থাকছে এক লাখ টাকার পুরস্কার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়