আরও
ব্রেকিং নিউজঃ
সাভারে মেট্রোরেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ইমরান হোসেন
- Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৩ Time View
সাভারের হেমায়েতপুরে মেট্রোরেল প্রকল্পের অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোর জায়গায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মেট্রোরেলের জন্য নির্ধারিত জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছে, জনস্বার্থে ও রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নে যেন কোনো বাধা না আসে, সেজন্য জমি দখলমুক্ত রাখতে প্রশাসন সজাগ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Tag :
অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ অভিযান জমি দখলমুক্ত ভ্রাম্যমাণ আদালত মেট্রোরেল মেট্রোরেল প্রকল্প সাভার