ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ইমামের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : ০৪:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১৬৫ Time View

গাজীপুরের একটি মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মুহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) সকালে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোড অংশে এ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটবাড়ি ও পদুয়ার বাজার অংশে যান চলাচল বন্ধ যায়। ফলে মহাসড়কে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি তারা অবরোধ প্রত্যাহার করে নেবেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত ৩টার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

ইমামের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
Update Time : ০৪:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

গাজীপুরের একটি মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মুহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) সকালে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোড অংশে এ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটবাড়ি ও পদুয়ার বাজার অংশে যান চলাচল বন্ধ যায়। ফলে মহাসড়কে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি তারা অবরোধ প্রত্যাহার করে নেবেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত ৩টার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।