ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

বাকৃবিতে ৮ দিনব্যাপী আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২১ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ৮ দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

রোববার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ফজলুল হক হল ও মাওলানা ভাসানী হল। ম্যাচে মাওলানা ভাসানী হল ফজলুল হক হলকে হারিয়ে বিজয়ী হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো আসাদুজ্জামান সরকার। এছাড়াও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শরীর ও মনকে সতেজ ও সক্রিয় রাখতে খেলাধুলার বিকল্প নেই। দৈহিক সুস্থতা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। জিমনেশিয়ামে ছেলে ও মেয়েদের জন্য পৃথক জিম সুবিধা চালু হচ্ছে। ইতোমধ্যে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ পায়—সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ৮ দিনব্যাপী আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ৮ দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।

রোববার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ফজলুল হক হল ও মাওলানা ভাসানী হল। ম্যাচে মাওলানা ভাসানী হল ফজলুল হক হলকে হারিয়ে বিজয়ী হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো আসাদুজ্জামান সরকার। এছাড়াও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শরীর ও মনকে সতেজ ও সক্রিয় রাখতে খেলাধুলার বিকল্প নেই। দৈহিক সুস্থতা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। জিমনেশিয়ামে ছেলে ও মেয়েদের জন্য পৃথক জিম সুবিধা চালু হচ্ছে। ইতোমধ্যে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ পায়—সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।