ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

আন্তর্জাতিক
  • Update Time : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১১৯ Time View

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ১ বাংলাদেশিসহ অন্তত ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ মে) সকালে কুয়ালা সেলাঙ্গর রাজ্যের বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪ কর্মী দগ্ধ হন।

তাদের ১ জন বাংলাদেশি, ২ জন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। কারও পরিচয় জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল পান। সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।

আহমদ মুখলিস আরও জানান, পানি গরম করার সময় হটাৎ বয়লয়ারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে আগুন সৃষ্টি হয়। যা দমকলকর্মীরা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন।

চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানা গেছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

আন্তর্জাতিক
Update Time : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ১ বাংলাদেশিসহ অন্তত ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ মে) সকালে কুয়ালা সেলাঙ্গর রাজ্যের বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪ কর্মী দগ্ধ হন।

তাদের ১ জন বাংলাদেশি, ২ জন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। কারও পরিচয় জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল পান। সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।

আহমদ মুখলিস আরও জানান, পানি গরম করার সময় হটাৎ বয়লয়ারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। বিস্ফোরণের ফলে আগুন সৃষ্টি হয়। যা দমকলকর্মীরা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন।

চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানা গেছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।