ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

কনসার্টে ‘পেহেলগাম’ নিয়ে মন্তব্য করে বিপদে সনু নিগাম

বিনোদন
  • Update Time : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১৪০ Time View

সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগামের। এ সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে এক ছাত্র। আর এতে রেগে আগুন গায়ক। বলে ওঠেন, ‘এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।’

কিন্তু এই মন্তব্য যে সনুকে আইনি বিপদে ফেলবে তা হয়তো অজানা ছিল সকলের। কনসার্টে পেহেলগাম ইস্যু নিয়ে মন্তব্য করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে গায়কের বিরুদ্ধে। সেখানে তোলা হয়েছে, দর্শকের কন্নড় গান গাওয়ার অনুরোধের জবাবে সনু পেহেলগামের জঙ্গি হামলার তুলনা টানেন। সেই জবাবের কারণেই তৈরি হয় বিতর্ক। তার জেরেই অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, সনু নিগামের বিরুদ্ধে শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগের ধারায় এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও কন্নড় ভাষাকে অপমান করেছেন গায়ক, এমনও অভিযোগ করেছেন সমালোচকরা।

ব্যাঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজে পারফর্ম্যান্স ছিল নিগামের। অভিযোগ, সেই শো চলাকালে এক শ্রোতার আবদারে মেজাজ হারান কিংবদন্তি গায়ক। এমনকি তাকে খুব বকাঝকাও করেন গায়ক।

জানা যায়, সেদিনের শো-এ তিনি পরপর বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান গাইছিলেন। হঠাৎই তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দেন এক ছাত্র। আর এই ব্যবহার মানতে পারেননি গায়ক। রেগে গিয়ে এই মন্তব্যের প্রতিক্রিয়া দেন সনু। গায়কের স্টেজ থেকে দেওয়া সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃ ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’

Please Share This Post in Your Social Media

কনসার্টে ‘পেহেলগাম’ নিয়ে মন্তব্য করে বিপদে সনু নিগাম

বিনোদন
Update Time : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগামের। এ সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে এক ছাত্র। আর এতে রেগে আগুন গায়ক। বলে ওঠেন, ‘এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।’

কিন্তু এই মন্তব্য যে সনুকে আইনি বিপদে ফেলবে তা হয়তো অজানা ছিল সকলের। কনসার্টে পেহেলগাম ইস্যু নিয়ে মন্তব্য করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে গায়কের বিরুদ্ধে। সেখানে তোলা হয়েছে, দর্শকের কন্নড় গান গাওয়ার অনুরোধের জবাবে সনু পেহেলগামের জঙ্গি হামলার তুলনা টানেন। সেই জবাবের কারণেই তৈরি হয় বিতর্ক। তার জেরেই অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, সনু নিগামের বিরুদ্ধে শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগের ধারায় এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও কন্নড় ভাষাকে অপমান করেছেন গায়ক, এমনও অভিযোগ করেছেন সমালোচকরা।

ব্যাঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজে পারফর্ম্যান্স ছিল নিগামের। অভিযোগ, সেই শো চলাকালে এক শ্রোতার আবদারে মেজাজ হারান কিংবদন্তি গায়ক। এমনকি তাকে খুব বকাঝকাও করেন গায়ক।

জানা যায়, সেদিনের শো-এ তিনি পরপর বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান গাইছিলেন। হঠাৎই তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দেন এক ছাত্র। আর এই ব্যবহার মানতে পারেননি গায়ক। রেগে গিয়ে এই মন্তব্যের প্রতিক্রিয়া দেন সনু। গায়কের স্টেজ থেকে দেওয়া সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃ ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’