মঞ্চে রেগে বললেন সনু নিগাম
‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’

- Update Time : ০৫:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ২৫ Time View
ইদানীং শো-বা কনসার্টে নানা অপ্রীতিকর ঘটনার সুম্মখীন হচ্ছেন ভারতীয় তারকারা। সে তালিকায় এবার যুক্ত হয়েছেন গায়ক সনু নিগাম। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। কনসার্টে এমন ব্যবহার পেয়ে রেগে আগুন সনু নিগাম।
রেগে বলে উঠলেন, ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল।’
সম্প্রতি ব্যাঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে সনু নিগাম গান গাইতে গিয়েছিলেন। অনুষ্ঠান বেশ জমজমাট, মঞ্চে তখন গান গাইছেন সনু। হঠাৎ দর্শকের সারি থেকে এক ছাত্র দাঁড়ায় ও কন্নড় ভাষায় গান করার জন্য চিৎকার করেন।
সনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না। তার বলার ধরণ ছিল হুমকি দেওয়ার মতো। আর তাতেই রেগে যান গায়ক। গান থামিয়ে দেন। বলতে শুরু করেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। আপনারা আমার সঙ্গে পরিজনদের মতো ব্যবহার করেন। কিন্তু আমি ওই ছেলেটিকে মোটেও পছন্দ করিনি। কারণ, যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করছে, আমি তার জন্মের আগে থেকে কন্নড় গান গাই।’
ওই ছাত্রের অসহিষ্ণুতাকে পেহেলগামে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন। বলেন, ‘এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাকে দেখুন। আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করি। বহু অনুরাগী সেখানে আসেন। কিন্তু দেখছি গুটিকয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন। আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং দয়ালু হোন।’
এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার ভিডিও। সনুর পাশে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন অনেকেই।
আরও পড়ুনঃ কনসার্টে ‘পেহেলগাম’ নিয়ে মন্তব্য করে বিপদে সনু নিগাম
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়