টঙ্গীতে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বাবা-মেয়ে আহত

- Update Time : ০৩:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৫৮ Time View
গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রাবাস ভবনের দেয়াল ধসে পড়েছে একটি ভাড়া বাসার ওপর।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের বাবা ও মেয়ে। আহতরা হলেন,শের আলী (৪৫) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৪)। তাঁরা টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশে রিনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুপুরের খাবার শেষে নিজেদের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বাবা-মেয়ে। হঠাৎ পাশের নির্মাণাধীন সাততলা ছাত্রাবাসের একটি দেয়াল ধসে তাদের ঘরের ওপর পড়ে। মুহূর্তেই ঘরের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করেন, ভবন নির্মাণে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছিল না। দিনরাত কাজ চললেও ছিল না কোনো নজরদারি বা সতর্কতামূলক ব্যবস্থা। এর আগেও এই ভবনের ছাদ ঢালাই এর সময় বাঁশ ছুটে গিয়ে হাই ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। সে সময় কোন ধরনের দুর্ঘটনা না ঘটলেও স্থানীয়দের বিভিন্ন ইলেকট্রনিক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার প্রতিশ্রুতি দেন স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মিয়া বলেন, বারবার ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। আজ প্রাণ যাওয়ার মতো অবস্থা হলো। কেউ কখনো তদারকি করতে আসেনি।
আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা আগেই জানিয়েছিলাম, এই ভবন ঠিকভাবে বানানো হচ্ছে না। দেয়াল ধসে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু কেউ কানে নেয়নি। বাড়ির মালিক রিনা বেগম বলেন,আমি নিজেই আতঙ্কে আছি। জানি না আবার কখন কী হয়। এই ভবন বানাতে গিয়ে আমাদের জীবন ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন,আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হবে।
তবে তিনি দাবি করেন,নির্মাণকাজে নিরাপত্তার সব নিয়ম মেনেই কাজ চলছিল। কিছু ছোটখাটো কাজ হচ্ছিল, সম্ভবত সেজন্য সাময়িক অসাবধানতা হয়েছে। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকব।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি নির্মাণে অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা ভবনের নির্মাণ কাজ বন্ধ রেখে তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাজ শুরু না করার দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়