ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

আন্তর্জাতিক
  • Update Time : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১০ Time View

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, ‘চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।’

সিউল থেকে এএফপি জানায়, এদিন মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছিল, আগামী মাসের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে হান এ পদক্ষেপ নিচ্ছিলেন।

তবে চোই অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জানিয়ে পদত্যাগ করলেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে—এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।’

চোই এমন সময়ে পদত্যাগ করলেন যখন যখন বিরোধীদলীয় এমপিরা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এর আগে সুপ্রিম কোর্ট বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় নেতা লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দেন।

চোইয়ের পদত্যাগের পর অভিশংসন প্রস্তাবের ওপর ভোট স্থগিত করা হয়। জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানান, ‘চোইয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় অভিশংসন ভোট স্থগিত করা হয়েছে।’

চোইয়ের পদত্যাগ দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করল। এর আগে গত ডিসেম্বর, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ব্যর্থভাবে সামরিক আইন জারি করার চেষ্টা করেছিলেন।

হান ডাক-সু মধ্যরাতে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের। তবে তিনি পদত্যাগ করায় এখন এ দায়িত্ব নিচ্ছেন দেশটির শিক্ষামন্ত্রী লি জু-হোর। তিনিই আগামী ৩ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনি প্রক্রিয়া তদারকি করবেন।

Please Share This Post in Your Social Media

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

আন্তর্জাতিক
Update Time : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, ‘চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।’

সিউল থেকে এএফপি জানায়, এদিন মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছিল, আগামী মাসের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে হান এ পদক্ষেপ নিচ্ছিলেন।

তবে চোই অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জানিয়ে পদত্যাগ করলেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে—এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।’

চোই এমন সময়ে পদত্যাগ করলেন যখন যখন বিরোধীদলীয় এমপিরা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এর আগে সুপ্রিম কোর্ট বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় নেতা লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দেন।

চোইয়ের পদত্যাগের পর অভিশংসন প্রস্তাবের ওপর ভোট স্থগিত করা হয়। জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানান, ‘চোইয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় অভিশংসন ভোট স্থগিত করা হয়েছে।’

চোইয়ের পদত্যাগ দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করল। এর আগে গত ডিসেম্বর, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ব্যর্থভাবে সামরিক আইন জারি করার চেষ্টা করেছিলেন।

হান ডাক-সু মধ্যরাতে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের। তবে তিনি পদত্যাগ করায় এখন এ দায়িত্ব নিচ্ছেন দেশটির শিক্ষামন্ত্রী লি জু-হোর। তিনিই আগামী ৩ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনি প্রক্রিয়া তদারকি করবেন।