ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

শব্দদূষণ বিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ, ১ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা

এস এইচ পাভেল
  • Update Time : ০১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ২৮ Time View

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে গতকাল বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার  টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শব্দদূষণ বিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ, ১ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা

এস এইচ পাভেল
Update Time : ০১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে গতকাল বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার  টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।