পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

- Update Time : ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১৬ Time View
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলার্সে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।
১০/১৫ জনের চোরের একটি দল জুয়েলার্সের তালা কেটে দোকানের ভিতর প্রবেশ করে, স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে হাতের বালা, স্বর্ণের চেন, গলার হার, কানের দুল এবং ডায়মন্ডের আংটিসহ বিভিন্ন রেডিমেড গহনা।
এই প্রথম পঞ্চগড়ে এত বড় ধরনের স্বর্ণ চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার পরপরই স্থানীয় জুয়েলারী সমিতি শহরের সকল জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করেছে।
চুরির খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ মধু সুধন বণিক রনি জানান, গিনি হাউস জুয়েলার্সের মালিক লব বণিকের মেয়ে লিমি বণিকের আজ মঙ্গলবার বিয়ে। লব বণিক প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে তার ভাগ্নে নন্দ রায় দোকান খুলতে এসে দেখেন দোকানের ভেতরের সবকিছু তছনছ করা। সঙ্গে সঙ্গেই তিনি লব বণিককে ফোন করে চুরির ঘটনা জানান। লব বণিক দ্রুত দোকানে এসে প্রায় ৭০ লক্ষ টাকার বেশি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, পঞ্চগড় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে চুরির রহস্য উদঘাটনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়