ব্রেকিং নিউজঃ
কিশোরগঞ্জে স্কুল শিক্ষকের ছেলে অনলাইন জুয়ায় হেরে আত্মহত্যা

লাতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
- Update Time : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১২৬ Time View
নীলফামারী কিশোরগঞ্জ সদর ইউপির কেশবা গ্রামের সহকারী শিক্ষক মমিনুর রহমানের ছেলে ও এক সন্তানের জনক শাহরিয়ার সাগর (৩২) অনলাইন জুয়া খেলে হেরে পাওনাদারের চাপে বিষ পান করে আত্মহত্যা করেন। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে,শাহরিয়ার সাগর দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলে অনেক টাকা ঋনগ্রস্থ হয়ে পড়েন। পাওনাদারদের চাপ নিতে না পেরে গত ২০ এপ্রিল রাতে তার শয়নকক্ষে ঢুকে বিষপান করে। বাড়ীর লোকজন তার গোঙ্গানীর শব্দ শুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।