লায়ন্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

- Update Time : ০৪:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ১ Time View
সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর লায়ন্স ক্লাব, জেলা-৩১৫ বি২, বাংলাদেশের উদ্যোগে ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
এসময় মীর নেওয়াজ আলী লায়ন্স ক্লাবকে সাধুবাদ জানিয়ে সবাইকে অনুপ্রাণিত এবং আগ্রহী হয়ে এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।
প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কাজের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আয়োজকরা আশা প্রকাশ করেন যেন আগামীতে আরো ব্যাপক পরিসরে এই মহতি কাজ যেন তারা করতে পারেন।
এসময় আরও উপস্হিত ছিলেন ঢাকা মহানগর লায়ন্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন বিদ্যুৎ কুমার ঘোষ সুজন। উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক লায়ন ফারজানা রোজি, ভাইস প্রেসিডেন্ট লায়ন রোজিনা আক্তার। লায়ন জেলার সাবেক গ্লোবাল সার্ভিস টিম লিডার লায়ন হুমায়ূন কবির, সাবেক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইন্জিনিয়ার আক্তার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়