ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সামিত সোমকে নিয়ে নতুন সুখবর দিলো বাফুফে ফরাসি ফুটবলারের বিরুদ্ধে প্রেমিকাকে মূত্র পান করানোর অভিযোগ বেশি বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করলে কর্মসূচি নেওয়া হবে : নুর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়কের সঙ্গে জুলাই হত্যা মামলার আসামির ছবি ভাইরাল   ফেসবুকে পরিচয়-প্রেম, ডেকে নিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে বিয়ে করা বাধ্যতামূলক নয় : রুদ্রনীল ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে আরো ৪৯ রোগী

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি, চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:১৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সজিব খান (২৪)।

গত শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জনৈক মো: শামীম তার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলো। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চায়।

শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেয়। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করে। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর ১৯ এপ্রিল সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত হতে চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত সজিব একজন পেশাদার চোর। সে আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি, চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
Update Time : ০৪:১৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সজিব খান (২৪)।

গত শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জনৈক মো: শামীম তার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলো। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চায়।

শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেয়। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করে। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর ১৯ এপ্রিল সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত হতে চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত সজিব একজন পেশাদার চোর। সে আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।