চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল কিশোরগঞ্জে স্থাপনের দাবীতে মানববন্ধন

- Update Time : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২৭ Time View
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে ১০০০ শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক আলী আকবর, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুজ্জামান টিটো, সমাজসেবক হোসাইন মোঃ সেলিম রেজা প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা দাবী করেন, তিস্তা প্রকল্প এলাকার আশপাশ এ হাসপাতালটি স্থাপনের কথা রয়েছে। তাই আমরা তিস্তা সংলগ্ন এলাকার মানুষ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা টটুয়ার ডাংগায় হাসপাতালটি স্থাপনে সুবিধাজনক স্থান হবে। তাই আমরা সরকারের কাছে এ স্থানে হাসপাতালটি স্থাপনের দাবী করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়