ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
তাবাসসুমের নেতৃত্বে আওয়ামী প্রেতাত্মারা এখনো সক্রিয় ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ইসরাইলি সব পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ সুপারমার্কেট ফিলিস্তিনের পক্ষ নেয়ায় ইংলিশ কিংবদন্তি লিনেকারকে ছাঁটাই করল বিবিসি কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থী দিলেন সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে ভুল বুঝানোর চেষ্টা করছে সরকারের উপদেষ্টা : ইশরাক সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না : রিজভী

আইনজীবীকে রড দিয়ে পেটানোর অভিযোগ অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে

আব্দুস সবুর
  • Update Time : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / ৩০১ Time View

ময়মনসিংহে এক আইনজীবীকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) এনামুল কবির (প্রশাসন ও অর্থ)এর বিরুদ্ধে।

এ ঘটনায় আইনজীবী সমিতি জরুরি সভা করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান তার ভাই মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে অভিযোগ করেন।

বুধবার (১৪ জুন) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরের কার্যালয়ে অভিযোগের শুনানি নেওয়া হয়।

এসময় অতিরিক্ত ডিআইজি আশিকুর রহমানের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাঁকা হয়ে ঘাড় ত্যাড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস?’ এ কথা বলেই কাছে গিয়ে তিনি চড়থাপ্পড় মারতে থাকেন।

এক পর্যায়ে আশিকুর রহমান নিজেকে আইনজীবী পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগাল করেন অতিরিক্ত ডিআইজি এনামুল কবির(প্রশাসন ও অর্থ)।

তিনি কনস্টেবলের মাধ্যমে রড এনে আশিকুরের হাতে ও পায়ে বেধড়ক পেটাতে থাকেন। পরে আশিকুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার আইনজীবী সমিতিতে অভিযোগ দেন আশিকুর রহমান।

এর আগে দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি জরুরি সভা করে।

সভায় এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্ত করার দাবি জানান আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রবীণ আইনজীবী এএইচএম খালেকুজ্জামান, জজ কোর্টের সরকারি কৌঁসুলি কবির উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য বলেন, ‘সে যে কাজ করেছে তা একান্তই তার ব্যক্তিগত দায়। তবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।’

Please Share This Post in Your Social Media

আইনজীবীকে রড দিয়ে পেটানোর অভিযোগ অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে

আব্দুস সবুর
Update Time : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

ময়মনসিংহে এক আইনজীবীকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) এনামুল কবির (প্রশাসন ও অর্থ)এর বিরুদ্ধে।

এ ঘটনায় আইনজীবী সমিতি জরুরি সভা করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান তার ভাই মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে অভিযোগ করেন।

বুধবার (১৪ জুন) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরের কার্যালয়ে অভিযোগের শুনানি নেওয়া হয়।

এসময় অতিরিক্ত ডিআইজি আশিকুর রহমানের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাঁকা হয়ে ঘাড় ত্যাড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস?’ এ কথা বলেই কাছে গিয়ে তিনি চড়থাপ্পড় মারতে থাকেন।

এক পর্যায়ে আশিকুর রহমান নিজেকে আইনজীবী পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগাল করেন অতিরিক্ত ডিআইজি এনামুল কবির(প্রশাসন ও অর্থ)।

তিনি কনস্টেবলের মাধ্যমে রড এনে আশিকুরের হাতে ও পায়ে বেধড়ক পেটাতে থাকেন। পরে আশিকুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার আইনজীবী সমিতিতে অভিযোগ দেন আশিকুর রহমান।

এর আগে দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি জরুরি সভা করে।

সভায় এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্ত করার দাবি জানান আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রবীণ আইনজীবী এএইচএম খালেকুজ্জামান, জজ কোর্টের সরকারি কৌঁসুলি কবির উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য বলেন, ‘সে যে কাজ করেছে তা একান্তই তার ব্যক্তিগত দায়। তবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।’