ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা

আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

সাজিদুর রহমান, কুবি
  • Update Time : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ১৪২ Time View

দীর্ঘ চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) শুরু হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা। গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ আগামীকাল ১৯ এপ্রিল এবং দ্বিতীয় ধাপ আগামী ২৫ এপ্রিল। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে সারাদেশ থেকে হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোমধ্যেই ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় এসে পৌঁছেছেন।

গুচ্ছ পদ্ধতিতে দীর্ঘদিন পরীক্ষার আয়োজনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার নিজস্ব পদ্ধতিতে ফিরে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আহ্বায়ক ড. প্রদীপ দেবনাথ বলেন, “একটি ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সবকিছুই নিয়েছি। আমরা আশাবাদী, আগামীকাল একটি শিক্ষার্থীবান্ধব, সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ করতে পারব। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক দফতর এবং স্বেচ্ছাসেবক টিম সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, ‘ পরীক্ষার্থীরা যেনপরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস, মোবাইল ফোন কিংবা ইলেক্ট্রনিক ঘড়ি নিয়ে প্রবেশ না করে—তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রক্টর টিম, বিএনসিসি, রোভার স্কাউট, আনসার এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আশা করছি, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারব।”

ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘চার বছর পর আমরা আবারও স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করছি। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং সেশনজটও অনেকটা হ্রাস পাবে। প্রশ্নপত্র প্রস্তুতিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নিরাপত্তা জোরদারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছি। পাশাপাশি, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনসিসি ও রোভার স্কাউটসের ইউনিটগুলো নিয়োজিত থাকবে।’

 

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৮, ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ২৪০ টি। এ হিসেবে ‘এ’  ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন,  এবং ‘সি’ ইউনিটে লড়বে ৪১ জন।

Please Share This Post in Your Social Media

আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

সাজিদুর রহমান, কুবি
Update Time : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

দীর্ঘ চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) শুরু হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা। গুচ্ছপদ্ধতি থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ আগামীকাল ১৯ এপ্রিল এবং দ্বিতীয় ধাপ আগামী ২৫ এপ্রিল। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে সারাদেশ থেকে হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোমধ্যেই ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় এসে পৌঁছেছেন।

গুচ্ছ পদ্ধতিতে দীর্ঘদিন পরীক্ষার আয়োজনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার নিজস্ব পদ্ধতিতে ফিরে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আহ্বায়ক ড. প্রদীপ দেবনাথ বলেন, “একটি ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সবকিছুই নিয়েছি। আমরা আশাবাদী, আগামীকাল একটি শিক্ষার্থীবান্ধব, সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ করতে পারব। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক দফতর এবং স্বেচ্ছাসেবক টিম সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, ‘ পরীক্ষার্থীরা যেনপরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস, মোবাইল ফোন কিংবা ইলেক্ট্রনিক ঘড়ি নিয়ে প্রবেশ না করে—তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রক্টর টিম, বিএনসিসি, রোভার স্কাউট, আনসার এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আশা করছি, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারব।”

ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘চার বছর পর আমরা আবারও স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করছি। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং সেশনজটও অনেকটা হ্রাস পাবে। প্রশ্নপত্র প্রস্তুতিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নিরাপত্তা জোরদারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছি। পাশাপাশি, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনসিসি ও রোভার স্কাউটসের ইউনিটগুলো নিয়োজিত থাকবে।’

 

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৮, ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ২৪০ টি। এ হিসেবে ‘এ’  ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন,  এবং ‘সি’ ইউনিটে লড়বে ৪১ জন।