ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিটি করপোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা আদায় হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না : মির্জা ফখরুল টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগসহ ৭ জন গ্রেফতার শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার শহীদদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ পল্লবীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরাইলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সালাহউদ্দিনকে ‘নব্য গডফাদার’ বলায় এনসিপি’র মঞ্চ ভাঙচুর, সভা পণ্ড

টঙ্গীতে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১২৫ Time View

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান জীবন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আলম মার্কেট এলাকার কনফিডেন্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান জীবন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী শামসু, সুজনসহ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

নিহতের বাবা দেলোয়ার মিয়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান জীবন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আলম মার্কেট এলাকার কনফিডেন্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান জীবন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী শামসু, সুজনসহ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

নিহতের বাবা দেলোয়ার মিয়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।