যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার

- Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১২২ Time View
জুলাই আন্দোলনে ভ্যান চালক আবু সাঈদ হত্যা চেষ্টা মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (২ এপ্রিল) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। বুধবার দিবাগত রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানুর রহমান মিজু মহানগর জাতীয় শ্রমিক লীগের সম্পাদকীয় পদে রয়েছেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং আওয়ামী কাউন্সিলর পরিষদের নেতাও ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনে ভ্যান চালক আবু সাঈদ হত্যা চেষ্টা মামলা তদন্তে রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজু’র নাম এসেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়