পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ১২:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১৭ Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান আল মামুন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব সেন্হাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার, পটুয়াখালী সদর উপজেলা ভূমি কর্মকর্তা চন্দন কর, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইমতিয়াজুর রহমান, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন ও বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন সহ পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য সদস্য গন ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
ইফার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদ এর খতিব মাওলানা আবু সাঈদ।