কুবির বাংলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ০৯:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১৬২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) বাংলা বিভাগের উদ্যোগ ভাষা–সাহিত্য পরিষদের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, ড. কামরুন নাহার শীলা, ড. সুমাইয়া আফরিন সানি, ড. নাহিদা বেগম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।
ইফতারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘রমজান মাসের ইফতার করা ফজিলতপূর্ণ একটি কাজ। সবাই পরিবারের সঙ্গে ইফতার করতে চায়। কিন্তু শিক্ষার্থীরা অনেকেই ক্লাস-পরীক্ষার জন্য বাড়ি যেতে পারে না, আমরাও কর্মস্থলে অবস্থান করি। সেজন্য বিভাগের পক্ষ থেকে বাংলা পরিবারের সবাইকে নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। পরিবার থেকে দূরে থেকে শিক্ষার্থীরা কিছুটা হলেও পরিবারকে অনুভব করতে পারবে।’