কুবিতে ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যালায়েন্সের ইফতার ও দোয়া মাহফিল

- Update Time : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১১ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যালায়েন্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনটি জেলার আঞ্চলিক সংগঠন নিয়ে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যালায়েন্স গঠিত। আঞ্চলিক সংগঠন তিনটি হলো- ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদ, নেত্রকোনা স্টুডেন্টস এসোশিয়েশন ও জামালপুর জেলা ছাত্র সংসদ।
ইফতার মাহফিলের আয়োজন নিয়ে নেত্রকোনা স্টুডেন্টস এসোশিয়েশনের সভাপতি মো: মাহাবুব হোসেন বলেন, “রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আমাদের ‘বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্ট’স অ্যালায়েন্স’ কর্তৃক ময়মনসিংহ বিভাগের স্টুডেন্টদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যেখানে সকল আবর্তনের শিক্ষার্থী ও উপদেষ্টা উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেছে। এতে আমাদের মধ্যে আঞ্চলিক বন্ধন আরো দৃঢ় হবে বলে আশা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আলম, কোষাধ্যক্ষ আজিজুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম ও নেত্রকোনা স্টুডেন্টস এসোশিয়েশনের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়