ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

দল-মত নির্বিশেষে একসঙ্গে ইফতার করলেন বাকৃবির শিক্ষকরা

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৬২ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিশবিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা একত্রিত হয়ে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘রমজান আমাদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। এই শিক্ষা যেন আমাদের জীবনে স্থায়ীভাবে বহমান থাকে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যেতে চাই। পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানাই।

বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টাই উন্নতির মূল চাবিকাঠি। তাই, সবাই মিলে করি কাজ, নাহি ভয়, নাহি লাজ।’

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

দল-মত নির্বিশেষে একসঙ্গে ইফতার করলেন বাকৃবির শিক্ষকরা

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিশবিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা একত্রিত হয়ে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘রমজান আমাদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। এই শিক্ষা যেন আমাদের জীবনে স্থায়ীভাবে বহমান থাকে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যেতে চাই। পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানাই।

বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন মিঞা বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টাই উন্নতির মূল চাবিকাঠি। তাই, সবাই মিলে করি কাজ, নাহি ভয়, নাহি লাজ।’

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।