রনি-পরাগের নেতৃত্বে বাঁধন বাকৃবি জোনাল পরিষদের নতুন কমিটি

- Update Time : ১১:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৩ Time View
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আব্দুস সামাদ রনি সভাপতি এবং ইসতিয়াক আহম্মেদ পরাগ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি পাপন কর্মকার ও বিপাশা ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মো. আলিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসসুম, কোষাধ্যক্ষ হুরে জান্নাত বিনতে তফিক, দপ্তর সম্পাদক নাজিফা তাবাসসুম ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈবাল সাহা রৌদ্র, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক আদিবা আফরিন। এছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. লাফসান তালুকদার রামিন ও মো. জাহিদ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে অনিমেষ সাহা বাপ্পী মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ ২০২৪-এর সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রুহুল আমিনসহ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়