ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের ৩০ দিনের ‘নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ যাচ্ছে ইউক্রেন ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করল সৌদি ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ, প্রতি ঘণ্টায় ব্যয় ১ বিলিয়ন ডলার! ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপনে ‘ইউমে তাশাক্কুর’ পালন করছে পাকিস্তান ভারতে ইউটিউব চ্যানেল ব্লক, আইনি পদক্ষেপের ঘোষণা ইলিয়াসের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন ও পাকিস্তান আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

জবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭১ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর রেজওয়ানুল কবির চয়ন বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি।

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার। তিনি বলেন, ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের রেখে যাওয়া মোবাইল ফোন তাদের ফেরত দিচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে ‘জয় বাংলা’ লেখার সময় একজনকে আটক করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি।‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে আমরা তাদের কাছে সোপর্দ করি।

বিষয়টি নিশ্চিত করে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টিমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

জবি প্রতিনিধি
Update Time : ০৯:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ব্যক্তি নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর রেজওয়ানুল কবির চয়ন বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি।

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার। তিনি বলেন, ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের রেখে যাওয়া মোবাইল ফোন তাদের ফেরত দিচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে ‘জয় বাংলা’ লেখার সময় একজনকে আটক করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি।‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে আমরা তাদের কাছে সোপর্দ করি।

বিষয়টি নিশ্চিত করে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টিমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।’