ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

- Update Time : ০৫:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৮ Time View
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৩৯ বছর। নিউইয়র্ক পুলিশের সূত্র বলছে, ২৬ ফেব্রুয়ারি তারা ফোনে সংবাদ পেয়ে ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টে যান।
বিবিসি জানাচ্ছে, পুলিশের তথ্য মতে, অভিনেত্রীর মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।
অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল আমাদের মাঝে নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে।’মিশেলের মৃত্যুতে মার্কিন শোবিজের তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
‘গসিপ গার্ল’র সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। তার চলে যাওয়ার সংবাদ ভীষণ কষ্টের। ‘বাফি’সিনেমার সহ-অভিনেতা জেমস মাস্টার্স লিখেছেন, মিশেল ছিলেন বুদ্ধিমতি, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বিনোদন দুনিয়ার জন্য অপূরণীয় ক্ষতি।
‘দ্য অ্যাডভেঞ্চারস অব পিট অ্যান্ড পিট’ সিরিজের মাধ্যমে মিশেল ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। ১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ সিনেমায় তার প্রথম চলচ্চিত্র অভিষেক হয়। ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’সিনেমায় ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’সিনেমায় জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেত্রী সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। এ ছাড়া তিনি ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়