বাকৃবিতে জিটিআইয়ের তিনদিন ব্যাপি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা বিষয়ক কর্মশালা শুরু
- Update Time : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮০ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) তিনদিন ব্যাপি ‘উন্নয়ন প্রকল্প পরিকল্পনা, তৈরি ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপক অংশ নিচ্ছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
তিনদিন ব্যাপি এ কর্মশালায় উন্নয়ন প্রকল্পের সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন, বাজেট প্রণয়ন এবং টেকসই উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারীরা প্রকল্প ব্যবস্থাপনার ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষকদের গবেষণা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আমাদের শিক্ষকরা অনেক কিছু জানেন, তবে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়।’
বিশেষ অতিথি অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান বলেন, ‘প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আগে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প জমা দিতাম ম্যানুয়ালি, এখন পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়েছে। আমাদের ভালো প্রকল্প তৈরি করে ফান্ডিং নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষিত করতে হবে।’
এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা কার্যক্রমের উন্নয়ন হবে বলে আশা করছেন প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ।
































































































































































































