ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে

১৭শ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত কুবির দুই শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৫০ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন দুইজন। সুপারিশপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) ১৭শ বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রকাশিত ফলাফল তালিকা থেকে এতথ্য জানা যায়।

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি জানান, ‘আজকে আমার জন্য একই সাথে আনন্দের এবং কষ্টের দিন। আমি এইবার খুবই ক্রিটিকাল সময়ে পরীক্ষা দিয়েছি। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার বাবা আইসিউ’তে ছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমি জজ হওয়ার খবরটা আমার বাবাকে দিতে পারিনি। কারণ, তিনি এখন আর পৃথিবীতে নাই। তবে, আমার পরিবারের সবাই খুবই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে আমার বিভাগের সম্মানিত শিক্ষকদের অনেক অবদান আছে। সেই সাথে আমার পরিশ্রম এবং আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় আজকে আমার এই পর্যন্ত আসা।’

সুপারিশ প্রাপ্ত আরেক শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম বলেন, ‘আইন বিভাগে যেহেতু ভর্তি হয়েছিলাম শুরু থেকেই জুডিশিয়ারি টার্গেট ছিল। প্রথমবারেই জজ হয়ে যাব ভাবি নাই। এটা আল্লাহর বিশেষ রহমত। আমি আমার বাবা-মা এবং দুলাভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আর আমার বন্ধুদের কাছেও কৃতজ্ঞ যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।’

শিক্ষার্থীদের এই সাফল্য নিয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সফলতায় বিভাগ গর্বিত। সফলতার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এ কামনা করছি।’

উল্লেখ্য, এর আগে কুবি আইন বিভাগ থেকে আরো ৩ জন শিক্ষার্থী সহকারী জজ হয়েছে। তারা হলেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিশি আক্তার এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাফসির রহমান এবং রাকিব মাহমুদ।

Please Share This Post in Your Social Media

১৭শ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত কুবির দুই শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন দুইজন। সুপারিশপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) ১৭শ বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রকাশিত ফলাফল তালিকা থেকে এতথ্য জানা যায়।

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি জানান, ‘আজকে আমার জন্য একই সাথে আনন্দের এবং কষ্টের দিন। আমি এইবার খুবই ক্রিটিকাল সময়ে পরীক্ষা দিয়েছি। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার বাবা আইসিউ’তে ছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমি জজ হওয়ার খবরটা আমার বাবাকে দিতে পারিনি। কারণ, তিনি এখন আর পৃথিবীতে নাই। তবে, আমার পরিবারের সবাই খুবই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে আমার বিভাগের সম্মানিত শিক্ষকদের অনেক অবদান আছে। সেই সাথে আমার পরিশ্রম এবং আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় আজকে আমার এই পর্যন্ত আসা।’

সুপারিশ প্রাপ্ত আরেক শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম বলেন, ‘আইন বিভাগে যেহেতু ভর্তি হয়েছিলাম শুরু থেকেই জুডিশিয়ারি টার্গেট ছিল। প্রথমবারেই জজ হয়ে যাব ভাবি নাই। এটা আল্লাহর বিশেষ রহমত। আমি আমার বাবা-মা এবং দুলাভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আর আমার বন্ধুদের কাছেও কৃতজ্ঞ যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।’

শিক্ষার্থীদের এই সাফল্য নিয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সফলতায় বিভাগ গর্বিত। সফলতার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এ কামনা করছি।’

উল্লেখ্য, এর আগে কুবি আইন বিভাগ থেকে আরো ৩ জন শিক্ষার্থী সহকারী জজ হয়েছে। তারা হলেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিশি আক্তার এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাফসির রহমান এবং রাকিব মাহমুদ।