ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

বাকৃবিতে ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করলো ইউজিসি

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩২ Time View

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে এবার যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউজিসির আওতায় থাকা ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ৪৪টি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩টি গবেষণা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পে মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ দেওয়া হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, বর্তমানে বাকৃবিতে প্রকল্পভিত্তিক গবেষণায় মোট ১ কোটি ৩১ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয়। গবেষণা প্রকল্পের জন্য বাজেট বাড়ানো গেলে আরও বেশি শিক্ষার্থী এসব প্রকল্পে যুক্ত হতে পারবে। ফলে এসব গবেষণার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণার ভূমিকা অপরিসীম।

গবেষণা বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি। এতে গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক কৃষিখাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করলো ইউজিসি

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৬:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে এবার যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউজিসির আওতায় থাকা ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ৪৪টি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩টি গবেষণা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পে মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ দেওয়া হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, বর্তমানে বাকৃবিতে প্রকল্পভিত্তিক গবেষণায় মোট ১ কোটি ৩১ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয়। গবেষণা প্রকল্পের জন্য বাজেট বাড়ানো গেলে আরও বেশি শিক্ষার্থী এসব প্রকল্পে যুক্ত হতে পারবে। ফলে এসব গবেষণার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণার ভূমিকা অপরিসীম।

গবেষণা বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি। এতে গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক কৃষিখাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।