ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিকল্প অর্থায়নের উপর তাগিদ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল উখিয়ায় মাত্র ৫ গন্ডা জমির জন্য প্রান গেলো ৩ জনের গাজায় গণহত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন। টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বেরোবিতে প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন রংপুর জজ আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন প্রধান বিচারপতি দোকান ভাড়া নেওয়ার ঘটনার জেরে রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ “একজন বিচারপতিকে রাখার জন্যে সংবিধান পরিবর্তন করে বয়স বাড়ানোর ইতিহাসও আমরা জানি” গতিরোধক বিট: শঙ্কা বাড়াচ্ছে ডাকাতির, ৬ লেনের সড়কই সমাধান

উখিয়া কলেজে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব: মেতে উঠেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরীও!

ইকবাল হোসাইন, উখিয়া (কক্সবাজার)
  • Update Time : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫১ Time View

প্রবল বাতাসের উচ্ছাসে নীল আকাশের নিচে দাঁড়িয়ে উড়াচ্ছিল বিভিন্ন আকার-আকৃতির রংবেরঙের ঘুড়ি। এমন বর্ণিল ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়ে শৈশবে ফিরে গেলেন শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা।

এমন আনন্দ উচ্ছাস আর আবহ তৈরি হয়েছিল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া কলেজ মাঠে।শৈশবের এ ঘুড়ি উৎসবে মিলিত হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক ও মুক্ত দর্শনার্থীরা। যেনো মুক্ত আকাশ ভরে ওঠে রঙিন সব ঘুড়ির মেলায়। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া এ উৎসবের আয়োজন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।

ঘুড়ি উৎসবে উখিয়া কলেজের শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে ৩০জন অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উখিয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘কালের পরিক্রমায় এসব উৎসব আমরা হারাতে বসেছি। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দিবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, ‘এটি শুধুই উৎসব নয়, একটি মিলন মেলাও বলা চলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছেন শিক্ষার্থীরা।তিনি আরো বলেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। যান্ত্রিক জীবনে এই উৎসব শিক্ষার্থীদেরকে উৎফুল্ল করে তুলবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো মনযোগী হবে বলে আমরা আশাবাদী।

ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন উখিয়া শিক্ষক পরিষদের সেক্রেটারী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নবী হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

উখিয়া কলেজে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব: মেতে উঠেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরীও!

ইকবাল হোসাইন, উখিয়া (কক্সবাজার)
Update Time : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

প্রবল বাতাসের উচ্ছাসে নীল আকাশের নিচে দাঁড়িয়ে উড়াচ্ছিল বিভিন্ন আকার-আকৃতির রংবেরঙের ঘুড়ি। এমন বর্ণিল ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়ে শৈশবে ফিরে গেলেন শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা।

এমন আনন্দ উচ্ছাস আর আবহ তৈরি হয়েছিল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া কলেজ মাঠে।শৈশবের এ ঘুড়ি উৎসবে মিলিত হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক ও মুক্ত দর্শনার্থীরা। যেনো মুক্ত আকাশ ভরে ওঠে রঙিন সব ঘুড়ির মেলায়। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া এ উৎসবের আয়োজন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।

ঘুড়ি উৎসবে উখিয়া কলেজের শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে ৩০জন অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উখিয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘কালের পরিক্রমায় এসব উৎসব আমরা হারাতে বসেছি। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দিবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেন, ‘এটি শুধুই উৎসব নয়, একটি মিলন মেলাও বলা চলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছেন শিক্ষার্থীরা।তিনি আরো বলেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। যান্ত্রিক জীবনে এই উৎসব শিক্ষার্থীদেরকে উৎফুল্ল করে তুলবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো মনযোগী হবে বলে আমরা আশাবাদী।

ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন উখিয়া শিক্ষক পরিষদের সেক্রেটারী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নবী হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম সহ অনেকেই।