ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি-২০২৫ সম্পন্ন

- Update Time : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ Time View
ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত উক্ত এডুকেশনাল এওয়ার্ড সিরিমনির শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঈসমাইল আহমদ, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম।
জাকজমকপূর্ণ এই অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার চেয়ার অফ নিউহ্যাম কাউন্সিলর রহিমা রহমান, মেয়র অফ কেমডেন কাউন্সিল কাউন্সিলর সামাতা খাতুন, আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আতাউর রহমান আংগুর মিয়া, তছউর আলী,জমির উদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, আলাউদ্দিন আহমেদ, রুহুল আমিন সেলিম, মস্তফা আহমদ, ভাইস প্রেসিডেন্ট ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার আহমদ শাহান, সেলিম আহমদ,ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহকারী ট্রেজারার সাদেক আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম,ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, ইসি মেম্বার মামুনুর খান, আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, কামরুজ্জামান কামরান, আজিজুর রহমান, মামুন আহমদ, মোহাম্মদ রাজীব।
এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা আমাদের আগামী দিনের পথচলায় প্রেরণা যোগাবে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় শিক্ষার্থীরা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভুয়সী প্রশংসা করেন।
বিপুল সংখ্যক সংস্থার সদস্য, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অত্য্ন্ত আন্তরিকতার সাথে উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক মানবতার কল্যাহনে গৃহীত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব্যাপহত থাকবে এই আশাবাদ ব্যংক্ত করেন।