টঙ্গীতে বেইলি ব্রিজ অপসারণের দাবিতে মানববন্ধন

- Update Time : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২০ Time View
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আজ বিকেল ৪ টা সময় আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে বিআরটির বেইলি ব্রিজ অপসারণের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনঅনুষ্ঠিত হয়।
টঙ্গী বাজারের কয়েকশ ক্ষুব্ধ ব্যবসায়ী ও জনগণ মানববন্ধন পালন করেন। টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী বাজারের ব্যবসায়ী ও টঙ্গি পূর্ব থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান (কালা) , বিশিষ্ট ব্যবসায়ী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, ৫৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম,বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইসমাইল হোসেন, তারেক হোসেন, নূর মিয়া, মুকবুল হোসেন, শহিদুল ইসলাম, আবুল কাশেম মোল্লা, জহিরুল ইসলাম, মোস্তফা, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন।