টঙ্গী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

- Update Time : ০৪:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৫ Time View
গাজীপুরে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্তদের ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি কারখানা ও একটি বাড়িতে অবৈধভাবে সংযুক্ত গ্যাস লাইন কেটে দেওয়া হয়। অভিযানের সময় মোহাম্মদিয়া কালার ট্রেডিং ও মোহাম্মদিয়া ইয়ার্ন ডাইং নামে দুটি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে দুই কারখানার মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে একটি বাড়ির গ্যাস সংযোগও অবৈধ হওয়ায় বাড়ির মালিক বিদ্যুৎকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, মিরেশ পাড়া এলাকায় বেশ কিছু কারখানা ও বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান ও দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের একাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন,টঙ্গীর কিছু কারখানা ও বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং অভিযুক্তদের অর্থদণ্ড দিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, টঙ্গী অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ দীর্ঘদিনের সমস্যা। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকলে এই সমস্যা আবারও দেখা দিতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়