ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০৬:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৭ Time View

টঙ্গীতে ওষুধ তৈরির কারখানার ওয়েস্টেজ সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর আনোয়ার সিল্ক মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওয়েস্টেজ সংগ্রহ নিয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের ভাতিজা সজিব সরকারের অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ১০ মিনিটে সুমন সরকারের গ্রুপ কারখানা থেকে ওয়েস্টেজ বের করে। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় আনোয়ার সিল্ক মোড়ে পরপর ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং ২-৩ রাউন্ড শটগান ফাঁকা গুলি ছোড়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আনোয়ার সিল্কের নিরাপত্তাকর্মী রঞ্জু মিয়া (৩৫) ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন। তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন জানান , সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানান, ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে টঙ্গীতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকা বিভিন্ন গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়, যা সহিংসতার কারণ হয়ে দাঁড়ায়।

পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক ড.মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের কারখানার ওয়েস্টেজ নিয়ে বাইরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কোনো সংযোগ নেই। তবে নিরাপত্তার স্বার্থে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি

মোঃ হানিফ হোসেন
Update Time : ০৬:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

টঙ্গীতে ওষুধ তৈরির কারখানার ওয়েস্টেজ সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর আনোয়ার সিল্ক মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওয়েস্টেজ সংগ্রহ নিয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের ভাতিজা সজিব সরকারের অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ১০ মিনিটে সুমন সরকারের গ্রুপ কারখানা থেকে ওয়েস্টেজ বের করে। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় আনোয়ার সিল্ক মোড়ে পরপর ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং ২-৩ রাউন্ড শটগান ফাঁকা গুলি ছোড়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আনোয়ার সিল্কের নিরাপত্তাকর্মী রঞ্জু মিয়া (৩৫) ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন। তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন জানান , সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানান, ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে টঙ্গীতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকা বিভিন্ন গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়, যা সহিংসতার কারণ হয়ে দাঁড়ায়।

পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক ড.মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের কারখানার ওয়েস্টেজ নিয়ে বাইরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কোনো সংযোগ নেই। তবে নিরাপত্তার স্বার্থে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।