ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত পুতিন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।

এদিকে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে যোগ দেওয়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয়। রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কি না সে বিষয়ে কাজ করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। এই রুদ্ধদ্বার বৈঠক কত সময় ধরে চলবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক।

ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন যে, রাশিয়ার সাথে আনুষ্ঠানিক শান্তিচুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে। তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বানে প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার এ প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত পুতিন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।

এদিকে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে যোগ দেওয়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয়। রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কি না সে বিষয়ে কাজ করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। এই রুদ্ধদ্বার বৈঠক কত সময় ধরে চলবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক।

ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন যে, রাশিয়ার সাথে আনুষ্ঠানিক শান্তিচুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে। তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বানে প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার এ প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: এএফপি