প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে

- Update Time : ০৫:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৭ Time View
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির। কর্মশালায় পরিবেশ সচেতন জেলার বিশেষজ্ঞরা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, পৃথিবী প্লাস্টিক বর্জ্যরে কারণে মারাত্মক হুমকির মুখে রয়েছে। শুধু আমেরিকায় প্রতি বছর ৫ মিলিয়ন টন সহ ১৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে পতিত হয়। এগুলোর মধ্যে মাত্র ২৪ শতাংশ পুনঃচক্রায়ন হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। পৃথিবীব্যাপী প্রতি মিনিটে প্রায় ১০ লাখ প্লাস্টিক বোতল সাগরে পতিত হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পাবে।
তারা বলেন, প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে ৫০০ থেকে ১ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। প্লাস্টিক দূষণের কারণে মাটি, পানি ও বায়ুর দূষণ বাড়ছে। এর প্রভাব সরাসরি আমাদের জনজীবনে পড়ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়