ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাদা পাথর লুটপাটে ধরা পড়ছে না রাঘব বোয়ালরা লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত টঙ্গীতে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মাভাবিপ্রবির ক্যাফেটেরিয়ায় ‘আল-আসলামিয়া পর্দা কর্ণার’ চালু সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব : মামুনুল হক সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতির মতবিনিময় সভা জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়ার কথা ছিল তা হয়নি : ছাত্রশিবির সভাপতি ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা বহু বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা

কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫৯ Time View

২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার দেশটির পুলিশ অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ‘ব্লাডহাউন্ডস’ এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে কিম বিশেষ ভূমিকার জন্য দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়, কিম সে-রনের এক বন্ধু রবিবার প্রথমে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায়, বাড়ির লোকদের খবর দেন।

এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছেন, ‘তদন্ত চলছে। তবে এখনও আসল কারণ জানা যায়নি।’ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাবে, গত জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে তিনি শেষ একটি পোস্ট করেছিলেন। তারপর থেকে সে ভাবে অ্যাক্টিভ ছিলেন না তিনি।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে আত্মপ্রকাশের পর কিম সে-রন জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) ছবিতে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন। ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্যও তিনি জনপ্রিয়।

তবে, ২০২২ সালের একটি ঘটনা কিমের ক্যারিয়ারে বড় ধাক্কা বলা চলে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। যে কারণে অভিনেত্রীকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে, তিনি ফের মঞ্চে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
Update Time : ০২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার দেশটির পুলিশ অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ‘ব্লাডহাউন্ডস’ এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে কিম বিশেষ ভূমিকার জন্য দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়, কিম সে-রনের এক বন্ধু রবিবার প্রথমে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায়, বাড়ির লোকদের খবর দেন।

এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছেন, ‘তদন্ত চলছে। তবে এখনও আসল কারণ জানা যায়নি।’ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাবে, গত জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে তিনি শেষ একটি পোস্ট করেছিলেন। তারপর থেকে সে ভাবে অ্যাক্টিভ ছিলেন না তিনি।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে আত্মপ্রকাশের পর কিম সে-রন জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) ছবিতে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন। ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্যও তিনি জনপ্রিয়।

তবে, ২০২২ সালের একটি ঘটনা কিমের ক্যারিয়ারে বড় ধাক্কা বলা চলে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। যে কারণে অভিনেত্রীকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে, তিনি ফের মঞ্চে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।