ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: ইজিবাইক চালক নিহত

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৪ Time View

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গাজীপুরা খৈরতুল রোডে ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ইজিবাইক চালক নিহত এবং এক ছাত্রদল নেতা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক সজীব আলী (১৭), সিরাজগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে, টঙ্গী খৈরতুল এলাকায় পরিবারসহ বসবাস করতেন। আহতদের মধ্যে অন্যতম হলেন শান্ত ইসলাম, যিনি ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এবং গুরুতর আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ চায়না গার্মেন্টসের পাশে ফুটপাত দখল, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদের অনুসারী মামুন, মাসুদ ও মুন্না গ্রুপের সঙ্গে গাজীপুর মহানগর যুবদলের সদস্য প্রিন্স ও জুয়েল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা যায়, এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সময় যুবদল নেতা প্রিন্স ও জুয়েল গ্রুপের সদস্যরা লাঠি-সোটা নিয়ে মামুন গ্রুপের উপর হামলা চালালে মামুন, মাসুদ ও মুন্না গ্রুপের সদস্যরা প্রায় ১৫০-২০০ জন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালান। সংঘর্ষে ছাত্রদল নেতা শান্ত ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত শান্ত ইসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সজীব আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানকার জরুরী বিভাগে চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত সজীবের স্বজনরা জানায়,সজীবের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর কোপের আঘাত রয়েছে এবং তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে ঘাতকরা। সংঘর্ষের পর টঙ্গী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মামুন-মুন্না গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পূর্বে কারাগারে গিয়েছিল। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সজীবের মৃত্যু সম্পর্কে আলাদা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: ইজিবাইক চালক নিহত

মোঃ হানিফ হোসেন
Update Time : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গাজীপুরা খৈরতুল রোডে ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ইজিবাইক চালক নিহত এবং এক ছাত্রদল নেতা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক সজীব আলী (১৭), সিরাজগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে, টঙ্গী খৈরতুল এলাকায় পরিবারসহ বসবাস করতেন। আহতদের মধ্যে অন্যতম হলেন শান্ত ইসলাম, যিনি ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এবং গুরুতর আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ চায়না গার্মেন্টসের পাশে ফুটপাত দখল, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদের অনুসারী মামুন, মাসুদ ও মুন্না গ্রুপের সঙ্গে গাজীপুর মহানগর যুবদলের সদস্য প্রিন্স ও জুয়েল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা যায়, এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সময় যুবদল নেতা প্রিন্স ও জুয়েল গ্রুপের সদস্যরা লাঠি-সোটা নিয়ে মামুন গ্রুপের উপর হামলা চালালে মামুন, মাসুদ ও মুন্না গ্রুপের সদস্যরা প্রায় ১৫০-২০০ জন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালান। সংঘর্ষে ছাত্রদল নেতা শান্ত ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত শান্ত ইসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সজীব আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানকার জরুরী বিভাগে চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত সজীবের স্বজনরা জানায়,সজীবের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর কোপের আঘাত রয়েছে এবং তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে ঘাতকরা। সংঘর্ষের পর টঙ্গী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মামুন-মুন্না গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পূর্বে কারাগারে গিয়েছিল। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সজীবের মৃত্যু সম্পর্কে আলাদা তদন্ত করা হচ্ছে।