টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

- Update Time : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪ Time View
গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ওই এলাকায় এক্স এডিশন ওয়াশিং প্লান্ট নামের একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তবে অভিযানের খবরে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যায়। এ সময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান বলেন, ওয়াশিং কারখানাটি প্রতি মাসে তিন লাখ টাকা মূল্যমানের গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।