ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

শেষ হচ্ছে জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৯ Time View

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর অন্তিম সিজন অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর ৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে তিনটি পর্ব একসঙ্গে প্রকাশ পাবে, এরপর প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে এবং ২৭ মে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং হবে। এরই মধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারে দেখা যায়, জুন (এলিজাবেথ মস) তার শক্তিশালী ভয়েসওভারে বলছেন, ‘ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।’

টিজারের আরও কিছু চমকপ্রদ দৃশ্যে দেখা যায়, হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অন্যের হাতে নিখুঁত সমন্বয়ে সুইচব্লেড দিচ্ছে এবং একটি মানুষের দেহকে আগুনে পুড়িয়ে রাতের বেলায় তারা দৌড়ে পালাচ্ছে। এদিকে গল্পের চরিত্র সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, ‘বড় কিছু ঘটতে যাচ্ছে।’ টিজারটি শেষ হয় জুনের সংলাপ দিয়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।’ এ সিজনে জুন আবারও তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরবে।

পাশাপাশি লুক ও মোইরা যোগ দেবে সেই প্রতিরোধ আন্দোলনে এবং সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে। পাশাপাশি কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে এ সিরিজে এবং গল্পের আরেক চরিত্র নিকের জন্য এ সিজনে আসবে এক কঠিন পরীক্ষা।

সিনেবিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিাতিস্থাাপকতার গুরুত্ব তুলে ধরবে। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এ সিরিজকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজন পরিচালনা করেছেন নির্মাতা এলিজাবেথ মস, যিনি ২০২১-২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।

Please Share This Post in Your Social Media

শেষ হচ্ছে জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’

বিনোদন ডেস্ক
Update Time : ১১:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর অন্তিম সিজন অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর ৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে তিনটি পর্ব একসঙ্গে প্রকাশ পাবে, এরপর প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে এবং ২৭ মে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং হবে। এরই মধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারে দেখা যায়, জুন (এলিজাবেথ মস) তার শক্তিশালী ভয়েসওভারে বলছেন, ‘ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।’

টিজারের আরও কিছু চমকপ্রদ দৃশ্যে দেখা যায়, হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অন্যের হাতে নিখুঁত সমন্বয়ে সুইচব্লেড দিচ্ছে এবং একটি মানুষের দেহকে আগুনে পুড়িয়ে রাতের বেলায় তারা দৌড়ে পালাচ্ছে। এদিকে গল্পের চরিত্র সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, ‘বড় কিছু ঘটতে যাচ্ছে।’ টিজারটি শেষ হয় জুনের সংলাপ দিয়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।’ এ সিজনে জুন আবারও তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরবে।

পাশাপাশি লুক ও মোইরা যোগ দেবে সেই প্রতিরোধ আন্দোলনে এবং সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে। পাশাপাশি কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে এ সিরিজে এবং গল্পের আরেক চরিত্র নিকের জন্য এ সিজনে আসবে এক কঠিন পরীক্ষা।

সিনেবিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিাতিস্থাাপকতার গুরুত্ব তুলে ধরবে। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এ সিরিজকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজন পরিচালনা করেছেন নির্মাতা এলিজাবেথ মস, যিনি ২০২১-২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।