ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

প্রতীক বব্বরের বিয়েতে আমন্ত্রণ পাননি পরিবারের কেউ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৫ Time View

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ব্যানার্জিকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর।

তবে প্রতীক বব্বরের সেই বিয়েতে অনেকেই আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি প্রতীকের বাবা রাজ বব্বরসহ তার পরিবারের কেউ। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন তার সৎ বোন জুহি বব্বর। জানে তু ইয়া জানে না-র অভিনেত্রী জুহি তার সৎ ভাইয়ের এমন কাজে বেশ মনঃক্ষুণ্ণ। তার ভাই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তার।

প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জুহি বলেন, ‘প্রতীক যে আমার ভাই এবং আমরা রাজ বব্বরের সন্তান এই সত্য কিছুতেই পরিবর্তন করা যাবে না। এই মুহূর্তে, সে কিছু লোক দ্বারা প্রভাবিত – যাদের নাম আমরা বলতে চাই না। কিন্তু আমরা তাকে কঠিন অবস্থাানে রাখতে চাই না কারণ এটা দিনশেষে কাউকেই সাহায্য করবে না।’ তবে প্রিয়া ব্যানার্জিকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করেননি জুহি। বলেন, ‘প্রতীক তার জীবনে তাকে (প্রিয়া) পেয়ে সৌভাগ্যবান। আসল সমস্যাটি অন্য কারো দ্বারা সৃষ্ট – কেউ হয়তো প্রচার এবং গুরুত্বের জন্য মরিয়া।’ প্রতীক প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান আসে- আর্য বব্বর এবং জুহি বব্বর।

উল্লেখ্য, প্রিয়া ব্যানার্জির আগে সান্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তারা ২০১৯ সালে বিয়ে করেছিলেন কিন্তু ২০২৩ সালে আলাদা হয়ে যান।

Please Share This Post in Your Social Media

প্রতীক বব্বরের বিয়েতে আমন্ত্রণ পাননি পরিবারের কেউ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ব্যানার্জিকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর।

তবে প্রতীক বব্বরের সেই বিয়েতে অনেকেই আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি প্রতীকের বাবা রাজ বব্বরসহ তার পরিবারের কেউ। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন তার সৎ বোন জুহি বব্বর। জানে তু ইয়া জানে না-র অভিনেত্রী জুহি তার সৎ ভাইয়ের এমন কাজে বেশ মনঃক্ষুণ্ণ। তার ভাই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তার।

প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জুহি বলেন, ‘প্রতীক যে আমার ভাই এবং আমরা রাজ বব্বরের সন্তান এই সত্য কিছুতেই পরিবর্তন করা যাবে না। এই মুহূর্তে, সে কিছু লোক দ্বারা প্রভাবিত – যাদের নাম আমরা বলতে চাই না। কিন্তু আমরা তাকে কঠিন অবস্থাানে রাখতে চাই না কারণ এটা দিনশেষে কাউকেই সাহায্য করবে না।’ তবে প্রিয়া ব্যানার্জিকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করেননি জুহি। বলেন, ‘প্রতীক তার জীবনে তাকে (প্রিয়া) পেয়ে সৌভাগ্যবান। আসল সমস্যাটি অন্য কারো দ্বারা সৃষ্ট – কেউ হয়তো প্রচার এবং গুরুত্বের জন্য মরিয়া।’ প্রতীক প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান আসে- আর্য বব্বর এবং জুহি বব্বর।

উল্লেখ্য, প্রিয়া ব্যানার্জির আগে সান্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তারা ২০১৯ সালে বিয়ে করেছিলেন কিন্তু ২০২৩ সালে আলাদা হয়ে যান।