শবে বরাত উপলক্ষে বাকৃবির নাজমুল আহসান হলে প্রীতিভোজ

- Update Time : ১০:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৯ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র শবে বরাত উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একটি খাসি ছাগল জবাই করে শিক্ষার্থী ও হল কর্তৃপক্ষকে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, হাউজ টিউটর (জেনারেল) সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হকসহ হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা, স্নাতকোত্তর শিক্ষার্থী বাবর আজম জানান, হলের ডাইনিং দীর্ঘদিন ধরে লোকসানের মুখে ছিল। শিক্ষার্থীদের ডাইনিংয়ে নিয়মিত খেতে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “শবে বরাতে সবাই ভালো খেয়ে যেন ইবাদতে মনোযোগ দিতে পারে, সেই চিন্তা থেকেই ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একাত্মতা বাড়াতেও এটি সহায়ক হবে।”
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হল প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বন্ধুসুলভ পরিবেশে একসঙ্গে খাবার গ্রহণের পাশাপাশি শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া করেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু একটি প্রীতিভোজ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করবে।”