বিদেশি খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে : জিএমপি কমিশনার

- Update Time : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩২ Time View
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। আগামীকাল রোববার আখেরি মোনাজাত। বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ (দিল্লি নিজামউদ্দিন), তরজমা-মাওলানা ওসামা ইসলাম। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হবে। জোহরের নামাজের পরে বয়ান করবেন আরব মেহমান, তরজমা করবেন, মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান হাফেজ মঞ্জুর, (নিজামুদ্দিন), তরজমা-মাওলানার রুহুল আমিন।
আসরের বয়ানের পরে যৌতুক বিহীন বিয়ে হবে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা মাওলানা মুনির বিন ইউসুফ। রবিবার ফজর বাদ বয়ান করবেন মোরসালিন (নিজামুদ্দিন) তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। এরপর হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা মাওলানা মুনির বিন ইউসুফ।
প্রাপ্ত তথ্য মতে, ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মোট ৪৯ দেশের ১৪৪৯ জন বিদেশি মেহমানের নাম এন্ট্রি হয়েছে টঙ্গীর ময়দানে বিদেশি কামরার আমানতে। বিদেশি মেহমান ইজতেমায় শরিক হতে ময়দানের উদ্দেশ্যে আসা চলমান আছে। যেসকল দেশ থেকে মুসল্লিরা এসেছেন তার মধ্যে আরব ৮৯ জন, পশ্চিমবঙ্গ ২৬৪ জন, উর্দু ৪২৬ জন, ইংলিশ ৫১৭ জন, ছাত্র ১১২ জন, প্রবাসী ৪১ জন।
এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়