টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রাস্তা অবরোধ

- Update Time : ০৫:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৬ Time View
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে জেলা পরিষদের কর্মকর্তাদের অসদাচরণের অভিযোগ এনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়েছেন আহতরা।
প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ তুলে নেন তারা।
এর আগে এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়।
পরে তারা সড়ক অবরোধ করেন।
জানা গেছে, সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা হিসেবে চেক দেওয়া হয়। এতে আহতদের পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।
এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আহতদের সঙ্গে কথা না বলে চলে যান। পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। সড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারী।