চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সময়সূচি

- Update Time : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৮ Time View
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল টুর্নামেন্ট শুরুর আগে তিন দিনে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে চার দল। ১৭ই ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহীন্স। সবচেয়ে বেশি দুটো ম্যাচ খেলবে আফগানিস্তান। প্রতিপক্ষ দল না পাওয়ায় প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত।
সব জল্পনা-কল্পনা শেষ। মাঠে গড়াচ্ছে বহুল আকাঙ্খিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। যেখানে পারফর্ম করতে মুখিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল।
আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু তার ৫ দিন আগেই মাঠের লড়াই শুরু হয়ে যাবে অন্তত চার দলের। পাকিস্তান এবং দুবাই-এর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ হিসেবে ৪টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে পাকিস্তান শাহীন্সের ভিন্ন ভিন্ন স্কোয়াডের বিপক্ষে আলাদা স্টেডিয়ামে খেলবে দলগুলো।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে বিশ্ব ভালোবাসা দিবসে। ১৪ই ফেব্রুয়ায়রি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান শাহীন্সের মুখোমুখি হবে আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ১৬ ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে আফগানরা। এবার করাচি স্টেডিয়ায়মে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
পরে, ১৭ ফেব্রুয়ারি আয়োজন করা হবে দুটো ম্যাচ। ভিন্ন দুই দেশে সেই ম্যাচ দুটোতে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহীন্স মাঠে নামবে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার। করাচিতে খেলবে প্রোটিয়ারা। আর বাংলাদেশের ম্যাচের ভেন্যু দুবাই-এর আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি। আইসিসি থেকে জানানো হয়েছে সবগুলো প্রস্তুতি ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয়।
এক সঙ্গে দুটো ম্যাচ খেলতে গিয়ে নিজেদের শক্তিমত্তা অনেকটাই হারাবে পাকিস্তান শাহীন্স, সেটাই স্বাভাবিক। তবে, বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াডটি খেলবে তাকে একেবারে হেলাফেলা করা সম্ভব না। মোহাম্মদ হারিসের অধিনায়কত্বে এ দলে থাকছেন আমির জামাল, আলি রাজা, ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকির এবং উসামা মীরের মতো ক্রিকেটাররা।