ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আড়াই হাজার অজ্ঞাতনামা আসামি

বিশ্বনাথ থানা ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ৬ মাস পর পুলিশের মামলা

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
  • Update Time : ১২:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮১ Time View

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটের বিশ্বনাথ থানা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-(৩)।

মামললার এজাহারে বাদি উল্লেখ করেন, ওইদিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় অনাধিকার প্রবেশ করে তান্ডব চালায়।এসময় দুষ্কৃতকারীরা থানার ৩টি গাড়ি ভাংচুর করে ও পুলিশের ব্যাক্তিগত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

এছাড়াও পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, ১টি শর্টগান, ৫০ রাউন্ড গুলি, ল্যাপটপ.প্রিন্টারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৮৭ লাখ টাকায় ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে এজাহারে বলা হয়।

বর্ণিত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা, থানার কম্পিউটার ও ইন্টানেট সংযোগ না থাকায় এবং দৃষ্কৃতকারীদের কর্তৃক অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মালামাল হিসাব করে ও ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অনুমতি সাপেক্ষে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মিয়া জানান, ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে শনাক্তের মাধ্যমে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে।

Please Share This Post in Your Social Media

আড়াই হাজার অজ্ঞাতনামা আসামি

বিশ্বনাথ থানা ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ৬ মাস পর পুলিশের মামলা

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
Update Time : ১২:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটের বিশ্বনাথ থানা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-(৩)।

মামললার এজাহারে বাদি উল্লেখ করেন, ওইদিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থানায় অনাধিকার প্রবেশ করে তান্ডব চালায়।এসময় দুষ্কৃতকারীরা থানার ৩টি গাড়ি ভাংচুর করে ও পুলিশের ব্যাক্তিগত ২০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

এছাড়াও পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, ১টি শর্টগান, ৫০ রাউন্ড গুলি, ল্যাপটপ.প্রিন্টারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ৮৭ লাখ টাকায় ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে এজাহারে বলা হয়।

বর্ণিত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা, থানার কম্পিউটার ও ইন্টানেট সংযোগ না থাকায় এবং দৃষ্কৃতকারীদের কর্তৃক অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মালামাল হিসাব করে ও ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অনুমতি সাপেক্ষে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মিয়া জানান, ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে শনাক্তের মাধ্যমে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে।