গাইবান্ধায় সেনা সদস্য হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

- Update Time : ১১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৩ Time View
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য রুহুল আমিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে হত্যার বিচারের দাবিতে অস্থায়ী সেনা ক্যাম্প, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও জেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তারা জানান, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে তারা তিন ভাই আহত হন। গুরুত্বর আহত হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি ভোররাতে মারা যান সাবেক সেনা সদস্য রুহুল আমিন ৷
বক্তারা এ ঘটনায় জড়িত সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান ৷ মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আইয়ুব আলী প্রধান, শাহাদত হোসেন মাজু, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জামিল আহমেদ, আনোয়ার হোসেন, আবু তাহের, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর অফিসার এনামুল হক, ফুলছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ ৷
এদিকে ঘণ্টব্যাপী এ মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন ভবনে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জের কাছে স্মারকলিপি দেন। পরে সেখান থেকে আবারও মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।
উল্লেখ্য, বিক্ষোভ চলাকালে পুলিশ সুপার কার্যালয়ের সমানে ডিবি রোড কিছু সময় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়।