জাতীয় সংসদের আগে অন্য কোনো নির্বাচন দেখতে চায় না বিএনপি

- Update Time : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে অন্য কোনো নির্বাচন দেখতে চায়না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আবারও মাথাচাড়া দেবে আওয়ামী লীগ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মুগদায় বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তাফা কামাল স্টেডিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় এই পরামর্শ দেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের পর হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। এরমধ্যে স্থানীয় নির্বাচনের কথা মাথায় আনা যাবে না। কারণ, আওয়ামী লীগ গর্তের ভেতর মাথা লুকিয়ে রেখেছে। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে তারা গর্ত থেকে মাথা বের করবে। তাই আওয়ামী লীগকে সেই সুযোগ দেয়া যাবে না।
এসময় প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, নতুন করে কোনো চক্রান্ত না হলে এসময়ের মধ্যেই নির্বাচন সম্ভব।
অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানালেও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের ধরার আহবানও জানান বিএনপির এই নীতি নির্ধারক।
বলেন, ‘শয়তান’ শিকার অভিযানে গিয়ে যেন ভালো মানুষ শিকার হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মির্জা আব্বাস বলেন, সংস্কার সংস্কার বলে এক দল পাগল হয়ে যাচ্ছে। সংস্কার চলমান আর উন্নয়ন একটা প্রক্রিয়া, এটা চলতেই থাকে। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করা ঠিক না। তাই যা সংস্কার দরকার তা করে ফেলতে হবে।
আরও পড়ুনঃ